ads


 লেখক:  মো:রিয়াল হোসেন✍️

রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ 

১১ই জুলাই তারিখ থেকে ছাত্রসমাজ কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছিল.! তারপর শুরু হয় ১৫ই জুলাই বৃ-শৃঙ্খলা আন্দোলন.! ১৯৫২ সালের  আন্দোলন ও ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রি পুনরুদ্ধারিত হয় ১৫ই জুলাই ২০২৪ সালে.. ছাত্রলীগ ও পুলিশ ছাত্রদের ওপর নির্মুল নির্যাতন শুরু করেন..অনেক ভাই বোন আহত ও মারাও গেছিলো.! তাদের মধ্যে ওয়াসিম,সাঈদ,রাফি,আদনান ও আসিফ.. আরও অনেকে শহীদ হয়েছেন যাদের নাম অজানা.!

তারপরের দিন সব সরকারি ও বেসরকারি কলেজ আন্দোলনে যোগদান দেন। অর্থাৎ ১৬ই জুলাই .!তারপর সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী Hsc Exam স্থগিত করা হয়...

এই- সব দেশের অবস্থা দেখে বাংলাদেশে বিটিআরসি ইন্টারনেট বন্ধ করে দেন ১৮ই জুলাই..ইন্টারনেট বিহীন প্রায় এগারো দিন ব্যাহত ছিলো (wifi 23-mobille data২৯ এ জুলাই সীমিত আকারে ইন্টারনেট চালু করা হয়। ) বিটিআরসি ইন্টারনেট চালু করেন...তারপর কোটা নিয়ে আদালতের রায়-

25 July 2024

রায়ে আপিল বিভাগ ৯৩ শতাংশ সরকারি চাকরি মেধার ভিত্তিতে এবং বাকি ৭ শতাংশ কোটাভিত্তিক করার নির্দেশনা দিয়েছেন..। তবে আদালত এটাও বলেছেন যে এই কোটা কমানো-বাড়ানো বা বাতিল করার এখতিয়ার সরকারের।

আপিল বিভাগের রায়ে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ আসন নির্ধারণ করে দেওয়া হয়েছে..।

সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা,গণগ্রেপ্তার,হামলা,মামলা,গুম খুনের প্রতিবাদে জাতিসংঘের কতৃক তদন্ত-পূর্বক বিচারের দাবিতে এবং ছাত্রদের ৯ দফা দাবি.. ইনশাল্লাহ আমাদের একদিন জয় হবেই✊

 ৩০এ জুলাই হাজারো ভাই-বোনদের শহীদের আত্মত্যাগের শোক দিবস পালন করা হয়েছিল🩸🥹শোকদিবস এর জন্য মুখে চোখে লাল কাপড় বেঁধে অনলাইন ডিবি দিয়ে প্রতিবাদ করা হয়েছিল..!    

       

English:

Author: Md. Real Hossain ✍️ Rahanpur Yusuf Ali Government College started a peaceful movement for student quota reform from 11th July. Then the 15th of July discipline movement started. The movement of 1952 and the Kalratri of March 25, 1971 were recovered on 15th July 2024. Among them Wasim, Saeed, Rafi, Adnan and Asif.. many others whose names are unknown.! The next day he joined all the government and private college movements. That is, on July 16.! Then all the educational institutions were closed for an indefinite period of time, the HSC Exam was suspended...  Seeing the situation of all the countries, BTRC stopped the internet in Bangladesh on July 18.. was disrupted for about eleven days without internet (WiFi). 23-Mobille Data 29 In July 29 Internet was launched in limited form.) BTRC launched internet...then court ruling on quota- 25 July 2024 In judgment of 25 July 2024 Appellate Division 93 percent of government jobs based on merit and remaining 7 percent quota basis. Gave it... However, the court also said that the government has the authority to increase or cancel this quota. The judgment of the Appellate Division has fixed 5 percent seats for the children of freedom fighters, martyred freedom fighters and heroes, 1 percent for small ethnic groups and 1 percent for disabled and third gender seats... In protest against the genocide, mass arrests, attacks, cases, disappearances against students across the country, the United Nations demanded an investigation and 9-point demand of the students. The mourning day of the martyr's sacrifice was observed 🩸🥹 For the mourning day, a red cloth was tied with a red cloth and an online DB was protested..!

Post a Comment

أحدث أقدم

Ads