আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর রেজিষ্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে।নিজেকে আইসিটি শিক্ষায় দক্ষ করে গড়তে ও নিজেকে প্রমাণ করতে আজই রেজিষ্ট্রেশন করতে ভিজিট করুনঃ
https://ictolympiadbangladesh.com/
ICT Olympiad Bangladesh -- এর ওয়েবসাইট এবং রেজিষ্ট্রেশন ওপেন হলো আজ। সারা বাংলাদেশ থেকে প্রায় ১৫০০ এম্বাসেডর, মেন্টর, এডভাইজার সহ দেশের সরকারি বেসরকারি নানা পর্যায়ের সম্মানিত গেস্টরা ছিলেন। আগামী দিনের যাত্রা আরও শুভ হউক, সেই কামনা। #ICTOB
পর্দা উঠলো দেশের সব থেকে বড় ও প্রথম আইসিটি বিষয়ক ইভেন্ট "আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের"। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৩ টায় রাজধানীর কেআইবি কমপ্লেক্সে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটের উদ্বোধনও করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান চিফ গেস্ট হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান। এছাড়াও আইসিটি ডিভিশনের জাতীয় কনসাল্ট, এজেআই, শাহরিয়ার হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে দেশের ৬৪ জেলার ১৫০০ তরুন-তরুণী অংশ গ্রহন করে।
এর আগে বাংলাদেশের ৬৪ টি জেলায় টিম আকারে দল তৈরি করা হয় সেই দলগুলোকে নিয়ে বাংলাদেশ অলিম্পিয়া ২০২২ শুরু হতে যাচ্ছে এখন যাদের রেজিস্ট্রেশন হয়নি তারা রেজিস্ট্রেশন করতে পারেন ৫০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।
Related keywords
Bangladesh Informatics Olympiad 2022 registration
Ict olympiad bangladesh website
ICT olympiad Bangladesh questions
Bangladesh programming Olympiad
একটি মন্তব্য পোস্ট করুন