সত্যই সত্য
লেখক:আরেফিন রেজা
বললো না হয় লোকে খারাপ,
আমার চোপা দেখে,
বললো না হয় ক্ষ্যাত আমি
জঙ্গলী অবশেষে;
না হয় এসে কেউ,
ভালো মনে মিশ,
না হয় কেউ চোখ টেরায়,
যৌবনে বৃদ্ধ দেখে,
না বা কেউ বুঝলো মন,
স্নিগ্ধ সন্ধ্যা শেষে,
না হয় কেউ বাসলো ভালো
আমার অন্তিমেতে,
না হয় কেউ খারাপ বলে,
গালি দিলো অবশেষে৷
না ই বা কেউ আমার নয়ন,
পেছন থেকে ধরে,
বললো না হয় কেউ,
দূর হও এখান থেকে!
নাই বা কেউ অশ্রু সিক্ত
নয়ন মুছে দিলো ,
না ই বা কেউ কষ্ট চেপে
একটু হাসি দিলো!
না ই বা কেউ বললো আমায়..
"পাশে আছি" পিঠ চাপড়ে,
না ই বা কেউ আকলো ছবি আমার,
আমার অন্তরালে৷
না ই বা হলাম শুদ্ধি পাতা,
দুধে ধোয়া তুলসি পাতা,
তবু বলবো,
মানুষ আমি,
আমি দেশের সন্তান,
দেশের বিপদে পা বাড়াতে
আমার কাপেনা প্রান৷
তবু কেন বঞ্চিত আমি
এ সমাজ হতে,
তবু কেন লাঞ্চিত আমি,
বাংলার নাগরীক হতে?
কেন বলো আমার সাথেই
হবে জুলুম,
হবে অবিচার?
দেশের জন্য কাদো তুমি,
আমি কি দি ধিক্কার?
সবে বলে,
"মানুষ সত্য তাহার উপর নাই",
তবে কেনো এ দেশে ছেলে মা রে পিটায়?
বলতে গেলে অনেক কথা,
হয়ে যায় অবশেষে,
আমাকে তুমি খারাপ বলো,ঠিক আছে__
তবে নিজে ভালো হও আগে৷
সব কিছু পাবে মুক্তি,
যেদিন তুমি মুক্ত মুখে করবে শিক্ষা দান,
সত্য কে করো প্রতিষ্ঠিত,
অন্যায় কে করবে বলি দান৷
সবার উপর সত্যই সত্য,
মানবে যখন তখন বাঁঁচবে আত্নসম্মান৷
ধন্যবাদ বন্ধু
উত্তরমুছুনস্বাগতম বন্ধু
মুছুনএকটি মন্তব্য পোস্ট করুন