ads

bangladesh vs west indies
west indies vs bangladesh

 ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের |bangladesh cricket |bangladesh west indies

ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে টানা ৪ সিরিজ জয়ের রেকর্ড করলো বাংলাদেশ । দ্বিতীয় ওয়ানডেতে জয় ৯ উইকেট এর বড় ব্যবধানে । ১০৯ রানের টার্গেটে ১৯ ওভার ১ বল আগে ছুয়ে ফেলল তামিমের দল । ফিফটি করেছে টাইগার অধিনায়ক । তামিমের সাথে ওপেনিং করতে নামে শান্ত দুজনেই দেখেশুনে খেলতে থাকে ছোট টার্গেট কোন ঝুঁকি নেননি টাইগার দল । ১৮ রানে ফিরেছে শান্ত বাকি কাজ করেছে তামিম ও লিটন ।৫০ রানে অপরাজিত থাকে তামিম এর আগে টাইগারদের বোলিং এর চাপে বড় হয়নি স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের স্পিনাররা মিলে বিপক্ষের ৮ উইকেট নেন। সব থেকে সফল মেহেদি হাসান মিরাজ। তিনি নেন ৪টি উইকেট। নাসুম আহমেদ ৩টি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে মাত্র ২০.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বাংলাদেশ। অধিনায়ক তামিম অর্ধশতরান করে অপরাজিত থাকেন। ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হারাল টানা ১০ ওয়ানডেতে, জিতল টানা চারটি সিরিজ


বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।


ওয়েস্ট ইন্ডিজ একাদশ

নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, রোভম্যান পাওয়েল, শামার ব্রুকস, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, রোমারিও শেফার্ড, কিমো পল, গুড়াকেশ মোটি, আলজারি জোসেফ, আকিল হোসেন।


Post a Comment

নবীনতর পূর্বতন

Ads