ads

এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি 2022 প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হতে।

মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর সময়সূচী প্রকাশ করেছে তাদের নিজস্ব ওয়েবসাইটে । যেখানে দেখা গেছে 19 জুন হতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শিক্ষার্থীদের সুবিধার্থে নিচে তুলে ধরা হলো শিক্ষা মন্ত্রণালয় থেকে 27 এপ্রিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয় । যেখানে 19 জুন হতে 6 জুলাই পর্যন্ত পরীক্ষা চলমান থাকবে।যার মধ্যে প্রথম শিক্ষার্থীদের নৈবিত্তিক সময় দেয়া হবে 20 মিনিট এবং সৃজনশীল সময় দেওয়া হবে এক ঘন্টা 40 মিনিট । সকাল 10 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

শিক্ষার্থীদের সুবিধার্তে এসএসসি পরীক্ষা ২০২২ রুটিন নিচে তুলে ধরা হলো

  1. বাংলা প্রথম পত্র – ১৯ জুন ২০২২
  2. বাংলা দ্বিতীয় পত্র – ২০ জুন ২০২২
  3. ইংরেজি প্রথম পত্র – ২২ জুন ২০২২
  4. ইংরেজি দ্বিতীয় পত্র – ২৫ জুন ২০২২
  5. গণিত- ২৭ জুন ২০২২
  6. গার্হস্থ্য বিজ্ঞান – ২৮ জুন ২০২২
  7. কৃষি শিক্ষা – ২৮ জুন ২০২২
  8. পদার্থবিজ্ঞান – ৩০ জুন ২০২২
  9. বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা – ৩০ জুন ২০২২
  10. ফিন্যান্স ও ব্যাংকিং – ৩০ জুন ২০২২
  11. রসায়ন – ২ জুলাই ২০২২
  12. পৌরনীতি ও নাগরিকতা – ২ জুলাই ২০২২
  13. ব্যবসায় উদ্যোগ – ২ জুলাই ২০২২
  14. ভূগোল ও পরিবেশ – ৩ জুলাই ২০২২
  15. উচ্চতর গণিত – ৪ জুলাই ২০২২
  16. হিসাববিজ্ঞান – ৫ জুলাই ২০২২
  17. জীববিজ্ঞান – ৬ জুলাই ২০২২
  18. অর্থনীতি- ৬ জুলাই ২০২২

PDF ডাউনলোড করুন




Post a Comment

أحدث أقدم

Ads