ads


 আমরা অনেকেই ব্লগিং করতে চাই কিন্ত কিভাবে শুরু করব তা বুঝতে পারছিনা । আসলে আপনি যদি কোনো কাজ শুরু না করেন তাহলে শুরু করব শুরু করব এভাবেই কেটে যাবে শুরু করা হবে না তাই এখনই আপনি বসে পড়ুন এবং আপনার কাজ শুরু করুন । এখন আপনি ভাবছেন ব্লগিং করতে আপনার কি কি লাগবে আপনার ফোন দিয়ে হবে কি কম্পিউটার লাগবে ল্যাপটপ লাগবে সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন হয়তো । কিন্তু আসলে ব্লগিংটা আপনি ফোন দিও করতে পারবেন আপনি ল্যাপটপ কম্পিউটার দিয়ে করতে পারবে তবে হ্যাঁ ল্যাপটপ কম্পিউটার দিয়ে বললে একটু ভালো হয় । তবে ফোন দিও করলে সমস্যা না আপনি ফোন দেওয়ার ইচ্ছা করলে ব্লগিং করতে পারবে তবে ব্লগ ফোন দিয়ে করতে একটু বেশি সময় লাগবে এটা স্বাভাবিক। আপনি যেকোনো একটি টপিক নির্বাচন করুন এবং আপনার সেটির ওপরে একটি Gmail দিয়ে একটি ব্লগ বানিয়ে ফেলুন এবং সেইসাথে পোস্ট দিতে থাকুন । পোষ্টগুলো হতে হবে ইউনিট এবং পোস্ট দেওয়া হয়ে গেলে প্রত্যেকটা পোস্টে আপনি গুগলে সাবমিট করবেন গুগলে সাবমিট করার জন্য আপনাকে https://search.google.com ওয়েবসাইটের মাধ্যমে গুগল সার্চ কন্ট্রোলে আনতে হবে এর মধ্যে কিছু সেটিং আছে যেমন আপনাকে ব্লগে ডেসক্রিপশন লিখতে হবে robots.txt ফাইল যোগ লাগবে এবং যা যা সেটিং লাগবে আপনি আমাকে কমেন্ট করে না আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব । কিভাবে গুগলে সাবমিট করার পর নিম্ন 10 থেকে 15 টি পোস্ট ইনডেক্স হয়ে গেলে গুগল-সার্চে চলে আসলে আপনি যদি অর্গানিক ভিজিটর 5,7 হাজার পান তাহলে আপনার সাইটটিকে গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করতে হবে এবং গুগল এডসেন্স এড হয়ে গেলে আপনার সেই ওয়েবসাইট দিয়ে রেগুলার পোস্ট এর মাধ্যমে যতগুলো ভিজিটর আসবে এবং অ্যাড দেখবে সে অনুপাতে আপনার টাকা আসতে থাকবে তাই দেরি না করে আজই বাংলা ব্লগে শুরু করতে পারেন অথবা আপনার ইংলিশে দক্ষতা থাকলে সে বিষয়ের উপরে ব্লক দেখে আর্নিং করতে পারে ধন্যবাদ সবাইকে

Post a Comment

أحدث أقدم

Ads