ads

মা নিয়ে লিখা-২
বেখেয়ালি মা ও বঞ্চিত সন্তান...
লেখক: সামিউল ইসলাম ।

"...না বাবা এই বিষয়ে আমি কিছুই জানি না। কেন বউ মা আমার ছেলে তোমাকে কিছু বলে নি? না বাবা। আমি জানলে তো আপনাকে বলতাম। এক বড় একটা ঘটনা ঘটল আর সে তোমাকে কিছুই জানালো না? কি যে করে ছেলেটা..."

এসব কি? এসব হচ্ছে আমার পাশের বাড়ির একটা রুমে টিভিতে ভারতীয় বাংলা ধারাবাহিক নাটকের কথাবার্তা। এত শব্দ করে টিভি চালাই যে, ঠান্ডা লাগলেও ফুল পাওয়ারে ফ্যান অন করে পড়তে হয় শব্দের তীব্রতা কমানোর জন্য।এসব আমার ও ওদের নিত্যদিনের ঘটনা।

ওই বাড়িতে ৪/৫ বছরের একটা মেয়ে আছে।আজ বিকেলে (আসরের পর) মেয়ে টা বাইরে খেলছিল। কেউ তাকে মেরেছে সে জন্য কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে নালিশ করলো। এই টা শুনে তার মা যে কি অকথ্য ভাষায় গালি দিল মেয়েটা কে এবং  পিঠের উপর ৩/৪টা বাজ বোনাস হিসাবে পেলো। মেয়ে টা কে সেই মা ধমকাচ্ছে আর বলছে "এই চুপ বে*** বেটি"। আমি তো শুনে পুরাই হতবাক সাথে আফসোস হচ্ছে মেয়েটার জন্য, যদি সে জানত মায়ের কাছে আসলে বোনাস হিসেবে মার খেতে হবে, তাহলে হয়তোবা সে বাইরের কান্নাটাকেই অধিক প্রাধন্য দিত।

এবার আসি সেই দিন রাত্রের ঘটনায়..
মেয়েটার মা মেয়েকে পড়াচ্ছে সাথে বাংলা সিরিয়াল দেখছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। সাথে সাথে শুনতে পেলাম ওর মায়ের অাওয়াজ " এই পড়, সারাদিন পড়ার নাম কথা নাই। আর রাত্রিবেলা পড়তে বসলেই ঘুম যাওয়া।সাথে আর একটু ঝাড়ি"। ৩/৪ মি. পরেই বিদ্যুৎ চলে আসল। মা আবার টিভিতে সিরিয়ালে মনোনিবেশন করলেন। এর পরে মায়ের আর কোন শব্দ নাই। দূর্ভাগ্যক্রমে তার ২৫-৩০মি. এর মধ্যে আবার বিদ্যুৎ চলে যাই। সেই আগের মতোই মায়ের দৃষ্টির মোর ঘোরে মেয়ের দিকে। সাথে ঝাড়ি তো আছেই এ বার একটু পড়া বলে দিলেন। A,B,C,D...পাঠদান চলবে বিদ্যুৎ না আসা পর্যন্ত।

তার পরেও ঐ বাচ্চাটার মা তিনিই। যদিও বাইরে থেকে যা দেখা তা ভুল বা ঠিকের প্রশ্ন উঠে।

কিন্তু বাচ্চাটা  কি আর একটু ভাল আচরন আশা করতে পারে না তার মমতাময়ী মা'য়ের কাছ থেকে। কিন্তু, মা তো ব্যস্ত অন্য পরিবারের বানানো, সাজানো, নাটকীয়তায় পরিপূর্ণ, বিদেশী অপসংস্কৃতি,নোংরামী, কুটনামী, সময় অপচয়কারী,  পরিবার বিদ্দেশী ধারাবাহিক দেখতে।


আদর্শ জাতি গঠনে মায়ের ভূমিকা অতুলনীয়। একজন মা ই পরে একজন আদর্শ সন্তান গঠন করতে। মা জাতির উন্নতি হলেই তবে সমাজের উন্নতি হবে,দশের উন্নতি হবে, হবে দেশের উন্নতি। তাই তাদের কেও বুঝতে হবে তাদেরও সময়ের মূল্য আছে। আছে সন্তানের প্রতি তার অসীম দায়িত্ব ও কর্তব্য। সন্তানের ও দাবি আছে মায়ের প্রতি। কিন্তু বিবেকেরর ঘন্টা বাজবে কখন সেই সব বেখেয়ালী মায়েদের। যারা নিজেদের সন্তানদের সময় দেয় না। সন্তান জন্ম দিলেই মা হওয়া যাই, কিন্তু সন্তানের আদর্শ মা হওয়া কঠিন বটে।হে মা জাতি আপনাকেই সচেতন হতে হবে আপনার সন্তানের জন্য।

মা জাতির উন্নতি কামনায়...
সামিউল ইসলাম

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads