ads


লেখক : সামিউল ইসলাম
(University of Rajshahi - রাজশাহী বিশ্ববিদ্যালয়)

একটা মেয়ের কত সখ-আহ্লাদ থাকে,কত ইচ্ছা-আকাঙ্খা থাকে, থাকে কত সপ্ন। ইচ্ছা থাকে যাবে সে চাঁদের পাহাড়, কাটাবে কতটা সময় জানা নেই নিজেরই,খাবে অনেক নামী-দামী, আত্নতৃপ্তীকারী,মন ভূলানো সব খাবার। কিন্তু এখন তার এসব কোনটারই ইচ্ছা করছে না, কারন সে এখন একজন মা। তার একটি সন্তান আছে। এখন তার সপ্ন বা ইচ্ছা যেটাই বলেন, তা হচ্ছে সন্তান কে শত বিপদ-আপদ থেকে আগলে রেখে হাজারো মায়া-মমতা,ভালবাসা দিয়ে বড় করবে সন্তানকে। অকৃত্তিম ভালবাসায় আগলে রাখে সন্তান কে। নিজের সর্বস্ব বিলিয়ে দেয় সন্তানের কল্যানে। মায়ের ভালবাসা বুঝা, মনে হয় না এই অধমের পক্ষে সম্ভব। শত ব্যস্ততার মাঝেও ক্ষনিকের জন্য আঁচ করতে পরি মায়ের ভালবাসা। তবে মা তার কষ্ট কখনই আঁচ করতেই দেয় না, আগলে রাখে সব দুঃখঃ-কষ্ট। কৃতজ্ঞ শব্দ টা খুব বেশিই ভুল হয়ে যাবে, তবে আমি ঋণী।
সেই সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা পৃথিবীর সকল মা'দের সুস্থতা ও সন্তানদের ভালবাসা দান করুন। অন্তত দু'বেলা দু'মুঠো ভাত পাক বা না পাক কিন্তু সন্তানের ভালবাসা পাক।
মায়ের চিরঋণী সন্তান, 
 সামিউল ইসলাম

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads