বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে। এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (৩ আগস্ট) সেনাসদরে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণের সময় এ কথা বলেন তিনি। এ সময় বাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
সেনাপ্রধান বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে বলেন, সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালন করতে হবে। যেকোনও পরিস্থিতিতে জনগণের জান-মাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকারও পরামর্শ দেন তিনি।
এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ সকল সেনানিবাস হতে ফরমেশন কমান্ডার, সেনাকর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে এতে অংশগ্রহণ করেন।
/আরএইচ
English:
Bangladesh Army is a symbol of the people's confidence in the country. The army is and will remain with the people for the needs of the state. Chief of Army Staff General Waqar-uz-Zaman made such a comment.
He said this while receiving the 'Officer's Address' at the headquarters on Saturday (August 3). At this time, he gave various directions and answered various questions about the activities of the force.
The army chief said to the members of the force that they should perform their duties with honesty, sincerity and justice. In any situation, the safety of people's life and property and important state installations must be ensured. At this time, he advised to be aware of various rumors on social media.
At this time, formation commanders, army officers from all cantonments along with senior military officers of the army headquarters participated in it through video teleconference.
/rh
একটি মন্তব্য পোস্ট করুন