ads

 * হতাশ হবেন না...


বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।

সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..

এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।

কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..

কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।

আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।

আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।

কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,

আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,

আবার কেউ আছেন অনেক পিছিয়ে।

কিন্তু আপনার ধারনা ভুল..

প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।

আগে থাকাদের প্রতি অভিযোগ না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,

সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!

আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।

শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..

একদিন ঠিকই সফল হবেন ইনশাআল্লাহ!

english :* Do not be frustrated ... When Barack Obama retired from the post of President, he was 55 years old. On the other hand, when Donald Trump took oath as President, he was 69 years old. When in Dhaka, at 5 o'clock in the morning, at 11 o'clock in London. As a period of time, London, six hours behind Dhaka. But there is no evidence that London is Slow (SLOW)! Everything in the world is at your speed and its time. When someone completes graduation, at the age of 22. But it takes more than 5 years to get a job. Again, after completing graduation in 27 years, get a job next day! Many people died at the age of 25 at the age of 25, at the age of 50. Many people become CEO at the age of 50, died in 90 years. Someone still singles at the age of 33, and someone married at the age of 22 and gave birth to a child! It may seem that there is a lot from you among the acquaintances, and someone is far backward. But your ideas are wrong. Everyone is at his own time, position and speed. Do not complain about being before, do not neglect whether lagging behind, keep calm all the time. You do not have, there is no back! Your way is yours, the other's way to others. Just work hard with the importance of time. One day I will succeed in Insha Allah!

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads