ads

Leton  Das  - bangladeshnews007

লিটন দাশের উড়ন্ত ফর্ম! ব্যাট হাতে স্বপ্নের মতো বছর পার! | Liton Das - bangladeshnews007

এবার একটা অর্জনের গল্প টেস্ট রেংক্কিংয়ে আবারো দেশের সেরা রেংকিং স্পর্শ করেছেন লিটন কুমার দাস দুই ধাপ দিয়ে 12 নম্বর অবস্থান করছেন এই তারকা ব্যাটার অবশ্যই এই প্রথম নয় এ বছরই আরো একবার বারণ করেছিলেন তিনি তবে রেটিং পয়েন্ট বিবেচনায় টেস্ট ইতিহাসে এটিই বাংলাদেশের সেরা রেংকিং স্বপ্নের মত একটা বছর কাটিয়েছেন লিটন কুমার দাস টেস্ট-ওয়ানডে কিংবা t20 বছরজুড়ে তিন ফরমেটে ইরানের ফোয়ারা ছুটিয়েছেন লিটন কুমার দাস শুরুটা যেমন ছিল দুর্দান্ত তেমনি শেষটাও ব্যক্তিগত পারফরম্যান্স দিক থেকে ছিল দারুণ ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের আগে রেংকিং এ ছিলেন চৌদ্দতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে 25 রানের পর দ্বিতীয় ইনিংসে 75 রানের অসাধারণ এক ইনিংস খেলেন লিটন দাস আর তাতেই টেস্ট রেংক্কিংয়ে


 দুই ধাপ ওপরে উঠে আসেন এই তারকা 702 রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটিং র্যাংকিং এ 12 নম্বর অবস্থানে উইকেটরক্ষক ব্যাটারির বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি কোন ব্যাটার সর্বোচ্চ রেংকিং বছর শুরু করেছিলেন 31 তম অবস্থানের বছরের শেষে উঠে এসেছেন সেরা ভারতের যা কিনা কোহলির উপরে বাংলাদেশের বিপক্ষে হতশ্রী পারফর্ম করা বিরাটের অবস্থান

Leton Kumar Das 


চোদতে অবশ্য এবার এই প্রথম নয় এর আগেও একবার লিটন ছিলেন 12 নম্বরে গেল যুনে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের পর 724 রেটিং পয়েন্ট নিয়ে রেংকিং এ প্রথম বার 12 তম স্থানে উঠে এসেছিলেন লিটন লিটন এর আগে বাংলাদেশের রেকর্ডটি ছিল 2017 সালের চতুর্থ অবস্থানে উঠে এসেছিলেন এই ওপেনার স্বপ্নের মত একটা বছর কাটিয়েছেন লিটন চলতি বছরে 3 ফরমেট মিলিয়ে 50 ইনিংসে প্রায় 40 ঘরে করেছেন 921 সেঞ্চুরির সেঞ্চুরি মাঠ পাঠিয়েছেন এই তারকা সাদা কিংবা রঙিন সব পোশাকেই দেশের বর্ষসেরা বেটার লিটন দাস চলতি বছরেই তার চেয়ে বেশি রান করতে পেরেছেন কেবল পাকিস্তানের বাবর আজম উড়ন্ত ফরমের পুরস্কার হিসেবে ক্যারিয়ারের প্রথম বারের মতো মিলেছে আইপিএল খেলার সুযোগ

Post a Comment

أحدث أقدم

Ads