ads

 

জাতীয় বিশ্ববিদ্যালয় ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণির ভর্তি নির্দেশিকা শিক্ষাবর্ষ : ২০২১-২০২২ ভর্তি বিষয়ক ওয়েবসাইট ( www.nu.ac.bd/admissions ) সাধারণ নির্দেশনা ক ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ( সম্মান ) শ্রেণিতে পাঠদানকারী কলেজসমূহে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণির ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ২২ মে বিকাল ৪ টা থেকে শুরু হয়ে ০৯ জুন ২০২২ তারিখ রাত ১২ টা পর্যন্ত চলবে । আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ / - ( দুইশত পঞ্চাশ ) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে ১১ জুন ২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে । এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০৩ জুলাই ২০২২ তারিখ থেকে শুরু হবে । খ ) ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন ফরম পূরণের সচিত্র ব্যবহার বিধি জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ( www.nu.ac.bd/admissions ) Honours অপশনে গিয়ে Honours Admission User Guide লিংকে ক্লিক করতে হবে । গ ) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণির ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে বিষয় বরাদ্দ দেয়া হবে । ঘ ) ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি € মেধা তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ( www.nu.ac.bd/admissions ) এর মাধ্যমে জানা যাবে । SMS ( nu < space > athn < space > roll no . টাইপ করে 16222 নম্বরে send করতে হবে ) এর মাধ্যমে আবেদনকারী শুধুমাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে কিনা তা জানতে পারবে । s ) প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর কোন তথ্য / ছবি অসত্য , ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে । চ ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক ( সম্মান ) / স্নাতক ( সম্মান ) প্রফেশনাল / স্নাতক ( পাস ) নিয়মিত / প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণিতে ভর্তি হতে পারবে না । তবে এ সকল শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণিতে ভর্তি হতে পারবে । ছ ) একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক ( সম্মান ) / স্নাতক ( সম্মান ) প্রফেশনাল / স্নাতক ( পাস ) নিয়মিত / প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে । জ ) এই ভর্তি নির্দেশিকার যে কোন নিয়মাবলী / ধারা / উপধারা সংশোধন , সংযোজন , বিয়োজন , পরিবর্তন বা বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে । বিঃ দ্রঃ সংশ্লিষ্ট সকলকে কোভিড -১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে । 

বাকিটা নিচের ছবিগুলো তো দেওয়া আছে:









www.nu.ac.bd/admissions


Post a Comment

নবীনতর পূর্বতন

Ads