ads

 স্টিলের এক কেজি নাটের দাম ১ কোটি আর বল্টুর কেজি ৫০ লাখ টাকা কারখানার জন্য নাট - বল্টু আনা হয়েছে আমেরিকা থেকে । সেই নাট - বল্টু আবার সরবরাহ করেছে মালয়েশিয়ান কোম্পানি । দাম কত জানেন ? লোহা বা স্টিলের এক কেজি নাটের দাম ১ কোটি টাকা । বল্টুর দাম তার অর্ধেক , প্রতি কেজি ৫০ লাখ টাকা । কেনাকাটার এই মচ্ছব হয়েছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিলেটের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ( এসএফসিএল ) । এই তালিকায় আরও আছে এক্সপেন্ডার হুইল । রাবার ও লোহায় তৈরি ছোট আকারের এই ঘূর্ণমান চাকার কেজি পড়েছে ১ কোটি টাকার বেশি । আধা কেজি ওজনের একটি লোহার স্প্রিংয়ের দাম ১৬ লাখ টাকা । এ রকম অস্বাভাবিক দাম দিতে গিয়ে ২৪৩ কেজি ওজনের এই চালানের খরচ পড়েছে সাড়ে ১৪ কোটি টাকা । গত ১৯ ফেব্রুয়ারি চালানটি চট্টগ্রাম বন্দর থেকে খালাস নেওয়া হয় ।
সূত্র: ajkerpatrika.com ,ফেস দ্যা পিপল

English:
The price of one kg nut of People's Steel is 1 crore and 50 lakh kg of bolts.  That nut-bolt was again supplied by the Malaysian company.  Do you know the price?  The price of one kg of iron or steel nut is 1 crore rupees.  The price of bolt is half that, 50 lakh rupees per kg.  The purchase was made at Shahjalal Fertilizer Company Limited (SFCL), a state-owned fertilizer factory in Sylhet.  Also on this list is the expander wheel.  This small rotating wheel made of rubber and iron weighs more than 1 crore rupees per kg.  An iron spring weighing half a kg costs 18 lakh rupees.  The cost of this consignment weighing 243 kg is Tk 14 crore.  The consignment was unloaded from Chittagong port on 19 February.  Source: ajkerpatrika.com,Face the people  

Post a Comment

أحدث أقدم

Ads