ads

#একটি_দূর্ঘটনা_সাড়া_জীবনের_কান্না।
যশোর থেকে রাজশাহী যাচ্ছি। পোড়াদহ স্টেশনে  আসার পর বিরতি নিয়ে ট্রেন আবার যখন চলতে শুরু করলো, দেখলাম-সামান্য চলার পর হঠাৎ ট্রেন আবার থেমে গেল।চলছে না। চলছে না তো চলছেই না। মনে করলাম, হয়তো ক্রসিং আছে। কিন্তু এতো সময় তো দাঁড়ানোর কথা না। এসি বগিতে থাকার কারণে ভাল বোঝাও যাচ্ছে না ঘটনা কী! একটু পর বাইরে এসে দেখলাম ভয়াবহ একটি ঘটনা ঘটে গেছে। 
ট্রেন ছাড়ার সময় তারাহুরো করে উঠতে গিয়ে এক মহিলা নিচে পড়ে গিয়েছে, আর ট্রেনও চলতে শুরু করছে। ফলে, প্লাটফর্মের ধার এবং ট্রেনের গায়ের সঙ্গে চাপা লেগে মহিলাটি স্পট ডেথ! মহিলার সঙ্গে তার বড় ছেলে এবং নাতিরাও ছিল। 
এখন প্লাটফর্ম কেটে তাকে বের করা হচ্ছে।

আসলে মাঝে মাঝেই দেখি, অনেকেই এতো তাড়াহুড়ো করে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠানামা করেন, যেন এই ট্রেন না হলে আর বুঝি গন্তব্যে পৌছানো সম্ভবই নয়।

আসুন আমরা একটু সতর্ক হই। একটু সচেতন হই। তাড়াহুড়ো করে কোন কাজ না করি। মহান আল্লাহ্ বলেন - তাড়াহুড়ো কাজ শয়তানের কাজ।

মহান আল্লাহ্ যেন আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং এই মহিলাকে শহীদের মর্যাদা দান করেন। 
আমিন......

★ভিডিওটি হাফেজ আফতফ  আহমেদ মোবাইল থেকে ধারণ করা।
(সময় সকাল ১০: ২০ মিঃ)
স্থানঃ পোড়াদহ রেল স্টেশন, কুষ্টিয়া। 
 তাংঃ ২১/০৩/২২

Post a Comment

أحدث أقدم

Ads