ads

পাঠ-বন্ধন

মো: এরফান রেজা

যে ঘরে রয়েছি মোরা পাঁচটি বছর ধরে,
আজ কালের স্রোতে ভেসে যেতে নয়নে ও জল ঝরে।
পারিনি তো আসতে একা মা আসত সাথে,
বাবা আবার থাকতো খাড়া মা ফিরবার পথে।
একটু যদি হতো দেরী কভু ফিরতে বাড়ি, 
ভাইয়া আমার আসতো ছুটে করতো না তো দেরি।
 জলখাবার আর পানির বোতল দাদি দিত বেধে,
পারবো না আর টানতে বোঝা বলে দিতাম কেঁদে।
দুষ্টুমি আর রং-তামাশায় করেছি কত মজা,
দেখতে পেতো সব স্যারেরা দেয়নি কভু সাজা।
সোহাগ-স্নেহ দিয়েছে তারা ভাইয়া আপুর মতো,
মানুষ হয়ে করবো পূর্ণ তাদের আশা যত।
শ্রেষ্ঠ মানুষ হলে মোরা, বাড়বে তাদের মান,
মানব সেবায় বিলিয়ে দেবো মোদের যত জ্ঞান।
আজকে_ না হয় চলে যাবো,
তাই বলে কি ভুলে যাবো!
থাকবো মোরা হৃদয় জুড়ে হবো না তো পর,
এইতো মোদের পাঠশালা আর এইতো তো মোদের ঘর।
মোরা ভুলবো না ঘর,
হবো না পর,
যতই থাকি দূরে,
হাসবো মোরা কাঁদবো মোরা একই সুরে সুরে।
জয় করে আজ পেরিয়ে সবাই অনেক দূরে যাবো,
জর্জ-ব্যারিস্টার, মন্ত্রী বাবু আমরাই তো কেউ হবো।
গড়বো মোরা সফল জীবন থাকবে না আর ক্লেশ,
এগিয়ে যাবো আমরা সবাই, এগিয়ে যাবে দেশ।
দেশের তরে আমরা সবাই,
দেশ মোদের তরে,
দেশের কাজ করতে গিয়ে হয়তো যাবো মরে।
কেউবা আসবে কেউবা যাবে
তবু ও সবাই রবো,
ভালোবাসার বন্ধনে সব একই কথা কবো।
স্নেহ ভালবাসা মায়া মততা প্রভু সবই তোমারই দান,
শিক্ষা দাও প্রভু, সুশিক্ষায় করো আলোকিত মোদের প্রাণ।

Post a Comment

أحدث أقدم

Ads