ads

করোনাভাইরাস নিয়ে পতিবেদন ২ :
কানাডা ভিত্তিক একটি ওষুধ কোম্পানি দাবি করেছে, তারা করোনা ভাইরাসের (কভিড-১৯) ভ্যাকসিন আবিস্কার করে ফেলেছেন। করোনাভাইরাসের জেনেটিক সিকোয়েন্স আবিস্কারের মাত্র ২০ দিনের মাথায় এমন সাফল্যের ঘোষণা দিলো মেডিকাগো নামের ওই কোম্পানি।  (A Canadian-based drug company claims they have discovered the Corona virus (Covid-1) vaccine.  The company named Medicago announced such success in just 20 days after the discovery of genetic sequences for coronavirus.)

 ডিফেন্স ওয়ানের খবরে বলা হয়েছে, মেডিকাগো কোম্পানিটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের অর্থায়নে পরিচালিত হয়। আর তাই ওষুধটি বাজারে ছাড়ার জন্য যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসম্পদ বিভাগের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন লাগবে। আর এই অনুমোদন মিলে গেলে প্রতি সপ্তাহে ১০ মিলিয়ন ডোজ ওষুধ উৎপাদন করতে পারবে বলে বৃহস্পতিবার (১২ মার্চ) মেডিকাগোর সিইও ব্রুস ক্লার্ক জানিয়েছেন।
(Defense One reports that the Medicago company is funded by the U.S. Department of Defense's Pentagon.  And therefore the Food and Drug Administration approval of the US Department of Health and Human Resources would be required to release the drug into the market.  And with this approval, Medicaid CEO Bruce Clark said on Thursday (March 12th) that he would be able to produce up to 1 million doses of drugs per week.)
প্রতিষেধক আবিষ্কারে স্বতন্ত্র কিছু টেকনোলজি ব্যবহার করেছেন প্রতিষ্ঠানটি। শিগগিরই তারা এটি এফডিএ অনুমোদনের জন্য জমা দেবে। অনুমোদন পেলেই বাজারে ছাড়া হবে।ক্লার্ক বলেন, যদি নিয়ন্ত্রক বাঁধাগুলি দূর করা যায় তবে নভেম্বরে এই ভ্যাকসিন বাজারে পাওয়া যাবে
(The company has used certain technologies to detect the antidote.  Soon they will submit it for FDA approval.  Without approval, the market will be free. Clark says if the regulatory hurdles can be removed, the vaccine will be available in the market in November)

এদিকে একই দিনে ইসরাইলের একটি গবেষণা ল্যাবও করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের দাবি করেছে। তবে ক্লার্ক বলছেন, তার কোম্পানির আবিষ্কৃত প্রতিষেধক এরই মধ্যে কার্যকর প্রমাণিত হয়েছে। এটি আরও নির্ভরযোগ্য এবং সহজে উৎপাদন সম্ভব।
(Meanwhile, an Israeli research lab also claimed to have discovered the anti-Coronavirus vaccine that day.  However, Clark says the antidote discovered by his company has already proven effective.  It is more reliable and easier to produce.)
সূএ:সময় নিউজ ওয়েবসাইট।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads