ads

Ads


 কবিতার নাম: "গ্রীন ভয়েস "
লেখক: বকুল আলী।
সহ-সাংগাঠনিক সম্পাদক।
গ্রীন ভয়েস,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

গাছ কেটে বন উজাড়
পাহাড় কেটে সমতল।
রাস্তা-ঘাটে বর্জ্যের স্তুপ
তিস্তায় নাই জল।

পাবলিক প্লেসে ধূমপান
অপরিকল্পিত নগরায়নে কনক্রিটের বস্তি।
মোটরযান থেকে কালো ধোঁয়া
নদী,খাল-বিল দখলের দোস্তি।

চারিদিকে পরিবেশ যখন বিপর্যয়
প্রকৃতির অকপট প্রবাহ যখন বাধার সম্মুখীন।
আলমগীর কবিরের দুই নয়নে কালো ছাপ
ফিরবে কি হারানো সেই সবুজ,সোনালী দিন?

যুবাদের শক্তি আর বুদ্ধিজীবীদের চিন্তাধারা একত্রিত হয়ে
বাংলার বুকে গড়ে উঠল "গ্রীন ভয়েস"।
নদী-নালা,খাল-বিল সবখানে
প্রকৃতি ফিরে পাবে তার হারানো সবুজ পরিবেশ।

সবুজ গান গাইবে
    কোকিলের রাঙা ঠোঁটের কুহু কুহু সুরে।
বাবুই পাখিটি নীড়ে ফিরবে
    তার লক্ষীটির তরে।

সবুজ বৃষ্টি হয়ে ঝরবে
  কৃষকের অকর্ষিত,শুকনো ধানক্ষেতে।
সবুজ দক্ষিণা হাওয়ায় দোল খাবে
   কদম আলীর ফুটন্ত ধানক্ষেতে।

সবুজ ছবি আঁকবে
   শত স্বপ্নচারীর বুকে।
সবুজ ছন্দে ছন্দে ভরে তুলবে
    পকৃতির কবির কবি বন্দনাকে।

মোদের স্বপ্ন, মোদের আশা
   পৃথিবী হোক সবুজময়।
যুবারাই লড়বে সবুজ পৃথিবী গড়বে
  হবেই হবে সবুজের জয়।

        জয়তু গ্রীন ভয়েস।

2 تعليقات

إرسال تعليق

أحدث أقدم