ads

ভয় নই কখনো
লেখক:আরেফিন রেজা

আমি চাই না এমন হোক কখনো,
জিবন নামক প্রান,রয়েছে যবে..
লড়বো মোরা চেষ্টা রেখে অক্ষুণ্ণ।
যবে হেরেছিলে তুমি ভুলে সে সব দিনের কথা,
শেষ বলে কিছু নেই,
প্রকৃতি দেয় শুধু শুরুর বার্তা।
তবে কেন থামবে তুমি গতিশীল পৃথিবীতে,
সময় ফেলে তুমি, আকড়েঁ ধরো অসময় কে?
সবায় চুপ থাকলে ও চুপ থাকবো না আমি,
শুধু তোমাতে নয় পৃথিবী,
সকলের জন্য তুমি।

তোমার আমি কে ভুল বুঝে লাভ কি বলো তাতে,
তোমার আমি তে সব বিদ্যমান খুঁজে বের করো তাকে।
পৃথিবী তে সুখ নয়গো তোমার,
সুখ তোমার আত্তা তে,
ভবের খেলা জমে ছিল যবে,
সুখ গিয়েছিল উড়ে।

সুখ নিয়ে কি করবে তুমি?
যেথায় পার্শ্বে রয়েছে অসুখী,
সুখে তৃপ্ত হবে তুমি,
যেদিন সবাই হবে সুখি।

পরাজয় ভুলে যাও,
চোখ খুলো এক রাশ আলোতে,
নিজের মাঝে থেকো না তুমি
দাও সবার মাঝে বিলিয়ে।

লড়ে যাও অন্তিম নিশ্বাস পর্যন্ত,
কারণ লড়াইয়ে রয়েছে বীরত্ব।

#উদ্ভিদ

Post a Comment

أحدث أقدم

Ads