ads

 আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ২৩ ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির।

পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে ভেঙেছিলেন ম্যারাডোনার ২১ ম্যাচ খেলার রেকর্ড। আর তিনটি ম্যাচ খেলতে পারলে বিশ্বরেকর্ড গড়বেন মেসি। সে জন্য মেসিকে খেলতে হবে কাতার বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত।

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিরুদ্ধে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল করা ম্যারাডোনাকে স্পর্শ করেছিলেন মেসি। এবার নক আউট আউট পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোল করে ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন তিনি।  


বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসির গোল এখন দ্বিতীয় সর্বোচ্চ ৯টি (পাঁচ বিশ্বকাপে)। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১০ গোল গ্যাব্রিয়েল বাতিস্তুতার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমে ফুটবল ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন মেসি। গোল করে উপলক্ষটা রাঙালেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর।

বিশ্বকাপের মঞ্চে এই প্রথম নক আউট পর্বে গোল করার কৃতিত্ব দেখালেন মেসি।

বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউসের (৫ বিশ্বকাপ)। ২৪ ম্যাচ খেলে তালিকায় দ্বিতীয় স্থানে জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। তৃতীয় স্থানে থাকা ইতালির পাওলো মালদিনিকে (২৩ ম্যাচ) স্পর্শ করলেন এবার মেসি।

চলমান বিশ্বকাপে মেসির গোলের সংখ্যা তিনটি। সৌদি আরবের বিরুদ্ধে হেরে যাওয়া ম্যাচে পেনাল্টি থেকে করেছিলেন এক গোল। মেক্সিকোর বিরুদ্ধে পান এক গোল। পোল্যান্ডের বিরুদ্ধে পাননি গোলের দেখা। যদিও পেয়েছিলেন পেনাল্টির সুযোগ। কিন্তু তা কাজে লাগাতে পারেননি।

 English:

Messi now holds the record for playing the maximum 23 matches in the World Cup for Argentina.

 Maradona broke the record of playing 21 matches against Poland.  Messi will make a world record if he plays three matches.  For that, Messi will have to play until the final of the World Cup in Qatar.

 Messi equaled Maradona's second-highest 8 goals for Argentina at the World Cup with a goal against Mexico in the Qatar World Cup group stage.  This time he surpassed Maradona by scoring against Australia in the knock out phase.

 Messi now has the second most goals for Argentina at the World Cup with 9 (in five World Cups).  Gabriel Batistuta's highest goal for Argentina in the World Cup is 10.

 Messi also touched the milestone of playing the 1000th match of his football career on the field against Australia.  This little wizard of football colored the occasion by scoring a goal.

 Messi showed the achievement of scoring a goal in this first knock out phase on the stage of the World Cup.

 The record of playing the maximum 25 matches in the World Cup is held by former German captain Lothar Mathews (5 World Cups).  Former German striker Miroslav Klosa is second in the list after playing 24 matches.  Messi touched Italy's Paolo Maldini (23 matches) in third place.

 

Messi's number of goals in the ongoing World Cup is three.  He scored a goal from the penalty spot in a losing match against Saudi Arabia.  Scored a goal against Mexico.  Did not see a goal against Poland.  Although he got a penalty chance.  But could not use it.

Bangladesh news007

Post a Comment

أحدث أقدم

Ads