Nu Admission |
জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর -১৭০৪ স্মারক নংঃ ১০ ( ২২৬ ) জাতী : বি : / রেজি : / অ্যাকা : / ২০২২ / ২৬৩০ তারিখ : ০৮/০৯/২০২২ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২ য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২ য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন ১১ সেপ্টেম্বর বিকাল ৪ টা থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাত ১২ টা পর্যন্ত চলবে । ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণির ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী ক ) মেধা তালিকায় স্থান পায়নি খ ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে , সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই ২ য় রিলিজ স্লিপে আবেদন করতে হবে । কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি , সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না । উল্লেখ্য যে , ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণিতে ভর্তিকৃত কোন শিক্ষার্থী ২ য় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে , তাকে অবশ্যই ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে । এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ( www.nu.ac.bd/admissions ) এর Prospectus ( Honours ) / Important Notice অপশন থেকে জানা যাবে । বি : দ্র : সংশ্লিষ্ট সকলকে কোভিড -১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে । ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) ভর্তি কার্যক্রমে ২ য় রিলিজ স্লিপে অনলাইন আবেদন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে ক্রমিক বিবরণ আবেদনের তারিখ ১১/০৯/২০২২ 3 ) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২ য় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ : থেকে ১৯/০৯/২০২২ ক ) রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনে Honours Login লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে । এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে । খ ) এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক College Selection Option এ গিয়ে যে কোন কলেজ Select করলে ঐ কলেজে তার ভর্তি যোগ্য ( Eligible ) বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে । আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তি যোগ্য ( Eligible ) বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে । এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করতে হবে । গ ) আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফরমটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট / পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তবে এই ফরমটি আবেদনকৃত কলেজসমূহে জমা দিতে হবে না এবং কোন ফি প্রদান করতে হবে না । ঘ ) সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না । স্মারক নং : ১০ ( ২২৬ ) জাতী : বি : / রেজি : / অ্যাকা : / ২০২২ / ২৬৩০ অনুলিপি ১। সকল বিভাগীয় প্রধান , জাতীয় বিশ্ববিদ্যালয় ২। সচিব , ভাইস - চ্যান্সেলর এর দপ্তর , জাতীয় বিশ্ববিদ্যালয় ৩। সচিব , ভর্তি ও রেজিস্ট্রেশন সেল , জাতীয় বিশ্ববিদ্যালয় ৪। সিনিয়র সিস্টেম এনালিস্ট , ভর্তি ও রেজিস্ট্রেশন সেল , জাতীয় বিশ্ববিদ্যালয় ৫। সহকারী রেজিস্ট্রার , প্রো - ভাইস চ্যান্সেলর দপ্তর , জাতীয় বিশ্ববিদ্যালয় ৬। অফিস কপি atr / h / 2022 ( প্রফেসর ড . মোঃ নাসির উদ্দিন ) ডিন ( ভারপ্রাপ্ত ) , স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় , গাজীপুর -১৭০৪ ফোন : ০২-১৯৬৬৯১৫৬৮ ই - মেইল drughonours@gmail.com তারিখ : ০৮/০৯/২০২২ ww 06/08/2022 ( মো : কামরুল ইসলাম ) উপ - রেজিস্ট্রার ( সম্মান ) স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় , গাজীপুর -১৭০৪
إرسال تعليق