ads


 পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ মানে একটি রমরম উত্তেজনা সেই ম্যাচ কে ঘিরে উত্তেজনা থাকে সবসময়।গ্রুপ লিগের ২টি ম্যাচেই জয় তুলে নিয়ে সুপার ফোরে প্রবেশ করে ভারত। পাকিস্তান গ্রুপ লিগে জেতে একটি ম্যাচ। উল্লেখযোগ্য বিষয় হল, টুর্নামেন্টের একেবারে শুরুতেই টিম ইন্ডিয়ার কাছে হার মানতে হয় বাবর আজমদের। এবার সুপার ফোরের ম্যাচে ভারত-পাকিস্তান দু'দল যখন ফের সম্মুখসমরে নামে, বাজিমাত করেন বাবর আজমরা। শেষ ওভারের থ্রিলারে ভারতকে পরাজিত করে পাকিস্তান।

চলতি এশিয়া কাপে এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হলো পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম খেলায় ভারতের কাছে ৫ উইকেটে হারের পর আজ সুপার ফোর পর্বে তুলে নিলো সেই হারের বদলা।

ভারতের দেওয়া ১৮১ রানের লক্ষ্য টপকে পাকিস্তান জিতল ৫ উইকেটে। দুবাইয়ে লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম ১৪ রান করে ফেরেন রবি বিষ্ণইয়ের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে।

ইন্ডিয়াকে চিনো প্রতিদ্বন্দ্বী হিসেবে গ্রহণ করে পাকিস্তান এবং পাকিস্তান কেউ চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে গ্রহণ করে ভারত এই দুই দেশের খেলা মানে এক অন্যরকম উত্তেজনা মাঠের মধ্যে আসুন দেখি কার কত রান কিভাবে কি।প্রথমে বল হাতে ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট, পরে ব্যাট হাতে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪২ রান। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মহম্মদ নওয়াজ।

১ বল বাকি থাকতে উত্তেজক জয় পাকিস্তানের

ভারতের ৭ উইকেটে ১৮১ রানের জবাবে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮২ রান সংগ্রহ করে নেয়। ১ বল বাকি থাকতে ৫ উইকেটের উত্তেজক জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। খুশদিল শাহ ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ২ রান করে নট-আউট থাকেন ইফতিকার। অর্শদীপ ৩.৫ ওভারে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।।শেষ ওভারে ৭ রান দরকার পাকিস্তানের

১৯তম ওভারের শুরুতেই ওয়াইড করেন ভুবনেশ্বর। প্রথম বলে ১ রান নেন খুশদিল। দ্বিতীয় বলে ছক্কা মারেন আসিফ। ফের ওয়াইড করেন ভুবনেশ্বর। তৃতীয় বলে ১ রান নেন আসিফ। চতুর্থ বলে চার মারেন খুশদিল। পঞ্চম বলে ১ রান নেন তিনি। শেষ বলে চার মারেন আসিফ। ওভারে মোট ১৯ রান ওঠে। ১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ১৭৫ রান। শেষ ওভারে পাকিস্তানের দরকার ৭ রান। ভুবি ৪ ওভারে ৪০ রানে ১ উইকেট নেন।  ফের হাফ-সেঞ্চুরি রিজওয়ানের

৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মহম্মদ রিজওয়ান। হংকংয়ের বিরুদ্ধে গত ম্যাচও অর্ধশতরান করেছেন তিনি। সুতরাং, কোহলির মতো চলতি এশিয়া কাপে পরপর ২টি ম্য়াচে হাফ-সেঞ্চুরি করলেন পাক ওপেনার। ১৩তম ওভারে ১১ রান ওঠে। পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১০৭ রান। রিজওয়ান ৫৩ ও নওয়াজ ২৪ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ৭ ওভারে ৭৫ রান দরকার পাকিস্তানের।গ্রুপের ম্যাচে ভারত ৫ উইকেটে হারায় পাকিস্তানকে

|

এ-গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দেয় ভারত। শুরুতে ব্যাট করে পাকিস্তান ১৪৭ রানে অল-আউট হয়ে যায়। ৪৩ রান করেন মহম্মদ রিজওয়ান। ১০ রান করে আউট হন বাবর আজম। ভুবনেশ্বর ৪টি ও হার্দিক পান্ডিয়া ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৮ রান তুলে নেয়। কোহলি ৩৫, জাদেজা ৩৫ ও হার্দিক পান্ডিয়া অপরাজিত ৩৩ রান করেন। ম্যাচের সেরা হন হার্দিক


Post a Comment

أحدث أقدم

Ads