ads


বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়ল

** রাত ১২টা থেকে কেরোসিন ও ডিজেল ১১৪ টাকা লিটার
** অকটেন ১৩৫ আর পেট্রলের দাম বেড়ে ১৩০ টাকা লিটার
** সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি।
জ্বালানি তেলের নতুন দাম গতকাল শুক্রবার দিনগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। এর পরপর আজই প্রথম কর্মদিবস। এদিন সকাল থেকেই বাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়েও পাচ্ছেন না গণপরিবহণ। পেলেও উঠতে না পারছে না নারী, শিশু ও বয়স্করা। ফলে দুর্ভোগে পড়েছে তারা। কর্মক্ষেত্রে সময়মতো পৌঁছাতে অনেকে বেশি ভাড়া নিচ্ছে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা। এতে যাত্রীদের ভোগান্তি ও ক্ষোভ বাড়ছে।

শুক্রবার রাত ১২টা থেকেই কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন দাম। এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বলছে—ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়েছে। এখন এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে লাগবে ১১৪ টাকা। অকটেন কিনতে প্রতি লিটারে দিতে হবে ১৩৫ টাকা। আর প্রতি লিটার পেট্রোলের দাম ১৩০ টাকা।
মাননীয় প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিং সকট মোকাবেলা করা শেখ হাসিনা ছাড়া অন‍্য কোনো নেতৃত্বের নাই। এটি সাময়িক সমস‍্যা। দ্রুত এর সমাধান হবে।


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন
অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয়না৷ আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই অকটেনও পাই৷ বরং আমাদের যতটুকু চাহিদা তার চেয়ে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে৷ বরং আমরা অনেক সময় বাহিরে বিক্রিও করি৷ কিন্তু তারপরও এবং সংকট কেন তেলের এই সংকট থাকতে পারে শীত পর্যন্ত।


Related :

#জ্বালানি_তেলের দাম_বৃদ্ধির_কারণ

#বাংলাদেশে_তেলের_দাম

#বাংলাদেশে_জ্বালানি_তেলের_চাহিদা

#জ্বালানি_তেল_কি_কি

#বিশ্ববাজারে_জ্বালানি_তেলের_দাম

#জ্বালানি_তেলের_দাম_বৃদ্ধির_প্রভাব

#সয়াবিন_তেলের_দাম_বাংলাদেশ

#বিশ্ব_বাজারে_তলের_দাম_২০২২

#জ্বালানি_তেলের_দাম_২০২২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

এক ব্যারেল তেলের দাম কত

জ্বালানি তেল কি

আজকের তেলের দাম কত

জ্বালানি তেলের দাম ২০২১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ

বাংলাদেশে তেলের দাম



Post a Comment

أحدث أقدم

Ads