বাংলা ব্লগ সাইট থেকে ইনকাম || কিভাবে ব্লগ সাইট বানাব।। মোবাইলে ব্লগ তৈরি।। ফ্রীল্যান্সিং part-2
যারা আমার বাংলা ব্লগিং ইনকাম এর প্রথম পার্ট টি দেখেননি তারা আমার প্রথম পার্টি দেখে নিবেন। তো যাদের ১৫ ২০ টা ব্লক ওয়েবসাইটে পোস্ট করা হয়ে গেছে কিভাবে একটি ব্লক সাইট ক্রিয়েট করতে হয় আমি বলেছি এবং কিভাবে পোস্ট করতে হয় সেটাও বলেছে এখন পোস্ট করার দরকার হয়ে গেছে ১৫ ২০ টা তারা কি করবে তারা google এডসেন্সে এপ্লাই করবে তো গুগল এডসেন্সে এপ্লাই করার জন্য তাকে google এডসেন্স লিখে গুগলে সার্চ দিতে হবে গুগলে সার্চ দেওয়া হয়ে গেলে সেখান থেকে প্রথমে গুগল এডসেন্সের ওয়েবসাইট আসবে। তো আপনার গুগল এডসেন্স চলে আসলে সেখানে আপনার গুগল এডসেন্স এর জন্য আপনার ওয়েবসাইট আপনার অরজিনাল মানে আপনার ভোটার আইডি কার্ডে যে নাম আছে সে নাম ও ঠিকানা দিয়ে এডসেন্স একাউন্টের এড্রেস দিয়ে একাউন্ট টা তৈরি করতে হবে তো আপনার গুগল এডসেন্স একাউন্ট তৈরি হয়ে গেলে সেখান থেকে আপনাকে এপ্লাই করতে হবে প্রথমে পেমেন্ট মেথড তারপর আপনার ওয়েবসাইট ভেরিফিকেশন তারপরে আপনার ওয়েবসাইটে যদি গুগল এডসেন্সের উপযোগী হয় তাহলে গুগল কোম্পানি আপনার ওয়েব সাইটে এড বসাবেন তো প্রথমে আপনি ফটো এড এর জন্য এপ্লাই করবেন তার পরে যখন আপনার এডসেন্সের এড আপনার ওয়েবসাইটে চলে যাবে তখন আপনার এড কোড গুলো ক্রিয়েট করবেন যেগুলা ডিসপ্লে এন্ড ইন থে এন্ড আর্টিকেল Ads যেসকল রয়েছে সেগুলোতে আপনার অ্যাড বসে যাবে।
আপনার ওয়েব সাইটে এড বসে গেলে সেই অ্যাডগুলো কতজন মানুষ ক্লিক করবে এবং যতজন মানুষ ভিউ করবে তার ওপর নির্ভর করে গুগল কোম্পানি আপনার অ্যাডসেন্সের টাকা দিয়ে দিবে আর সেই টাকা ব্যাংকের মাধ্যমে আপনি আপনার কাছে নিতে পারেন এই টাকা ইনকাম করার জন্য আপনাকে বেশি বেশি করে আপনার ওয়েবসাইটে পোস্ট দিতে হবে এবং বেশি বেশি করে এসইও করতে হবে এবং আপনার সময়োপযোগী পোস্ট করা লাগবে এবং আপনার ওয়েবসাইট টা হতে হবে একটি নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভর করে যদি আপনার ওয়েবসাইটটা ভালোমতন করাতে পারেন তাহলে ভালো মতন আপনি ভিজিটর পাবেন এবং আপনার আর লিংকটা বেশি হবে তাই যারা এখনো ব্লগিং শুরু করেননি তারা একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে একটি ব্লগ ওয়েবসাইট খুলে আপনার কাজ শুরু করে দিন তো কিভাবে আপনি একটি একাউন্ট করবেন এবং একটি জিমেইল ক্রিয়েট করবেন সে সম্পর্কে আমার পূর্বে একটি আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলটি পড়ে বাসে লিখাটি পড়ে আপনি আপনার প্রকার হতে হবে একটি ব্লগ সাইট ক্রিয়েট করবেন তা দেওয়া আছে এবং দেখে নিতে পারেন তারপরও যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা ইউটুবে গোলাম কিবরিয়া সালমান লিখে সার্চ দিয়ে আমার ভিডিও গুলো দেখতে পারেন এবং কমেন্ট করতে পারেন তাহলে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিয়ে দিব তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ।
إرسال تعليق