ads

জাতীয় বিশ্ববিদ্যালয় স্মারক নং : ১০ ( ২২৬ ) জাতী : বি : / রেজি : / অ্যাকা : / ২০২২ / ২৫৫৪ তারিখ : ১৭/০৫/২০২২ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ( www.nu.ac.bd/admissions ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ( সম্মান ) শ্রেণিতে পাঠদানকারী কলেজসমূহে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণির ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ২২ মে বিকাল ৪ টা থেকে শুরু হয়ে ০৯ জুন ২০২২ তারিখ রাত ১২ টা পর্যন্ত চলবে । আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ / - ( দুইশত পঞ্চাশ ) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১১ জুন ২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে । এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০৩ জুলাই ২০২২ তারিখ থেকে শুরু হবে । এ ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে । এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus ( Honours ) / Important Notice অপশন থেকে জানা যাবে । বি : দ্র : সংশ্লিষ্ট সকলকে কোভিড -১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে । 

১। আবেদনের সাধারণ যোগ্যতা 

ক ) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড / উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৮/২০১৯ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ এবং ২০২০/২০২১ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪ র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে । BA খ ) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড / উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৮/২০১৯ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ এবং ২০২০/২০২১ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪ র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে । গ ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র । ) এইচ.এস.সি ( ভোকেশনাল ) ii ) এইচ.এস.সি. ( বিজনেস্ ম্যানেজমেন্ট ) iii ) ডিপ্লোমা - ইন - কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ -১ এর খনং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে । ঘ ) আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার পঠিত বিষয়সমূহ থেকে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণিতে ভর্তি যোগ্য ( Eligible ) বিষয় নির্ধারণ করা হবে এবং উক্ত পঠিত বিষয়ে ( ২০০ নম্বরের ) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে । ঙ ) ২০১৮/২০১৯ সালের O - Level পরীক্ষায় তিনটি বিষয়ে ' বি ' গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২০/২০২১ সালের A - Level পরীক্ষায় একটি বিষয়ে ' বি ' গ্রেডসহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে । এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন , স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল , জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি / ই - মেইল এ্যাড্রেসে ( deanug@nubd.info ) আবেদন পত্র প্রেরণ করবে । সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম , পিতা - মাতার নাম , ভর্তিচ্ছু বিষয় , প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে । উল্লেখ্য যে , ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে । এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর O - Level ও A - Level পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে । চ ) বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বর পত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে । এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন , স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল , জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি / ই - মেইল অ্যাড্রেসে ( deanug@nubd.info ) আবেদন পত্র প্রেরণ করবে । সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম , পিতা - মাতার নাম , ভর্তিচ্ছু বিষয় , প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে । উল্লেখ্য যে , ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে । এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট , শিক্ষা বোর্ড কর্তৃক সমতা নিরুপনের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে । ছ ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক ( সম্মান ) / স্নাতক ( সম্মান ) প্রফেশনাল / স্নাতক ( পাস ) নিয়মিত / প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণিতে ভর্তি হতে পারবে না । তবে এ সকল শিক্ষার্থী ২০২০ ২০২১ শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণিতে ভর্তি হতে পারবে । জ ) একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক ( সম্মান ) / স্নাতক ( সম্মান ) প্রফেশনাল / স্নাতক ( পাস ) নিয়মিত / প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে । 

২। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণির ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি ক্রমিক করণীয় ক ) অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট / পিডিএফ কপি সংগ্রহের তারিখ : তারিখ ২২/০৫/২০২২ থেকে ০৯/০৬/২০২২ ২৩/০৫ /২০২২ থেকে * ) আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ / - ( দুইশত পঞ্চাশ ) টাকা সংশ্লিষ্ট কলেজে ( কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ) জমা দেয়ার তারিখ : ১১/০৬/২০২২ ২৩/০৫/২০২২ প ) কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার তারিখ : 17 ) কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি'র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ [ আবেদনকারী প্রতি ১৫০ / ( একশত পঞ্চাশ ) টাকা হারে সংশ্লিষ্ট খাতে ( ভর্তি ফান্ড ) যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ : থেকে ১২/০৬/২০২২ ১৩/০৬/২০২২ থেকে ২০/০৬/২০২২ এ লক্ষ্যে কলেজকে Login এর মাধ্যমে Application Payment Info ( Honours ) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে । 


৩। মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি ও বিষয় বন্টন ক ) আবেদনকারীদের SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণিতে বিষয় বরাদ্দ দেয়া হবে । খ ) একই প্রতিষ্ঠান / কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এ সকল আবেদনকারীর i ) ৪ র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০ % ও ৬০ % ii ) প্রয়োজন হলে ৬০ % ii ) প্রয়োজন হলে ৪ র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের যথাক্রমে ৪০ % ও ৬০ % নিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে iii ) এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হয় , সেক্ষেত্রে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে । গ ) এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে ১ ম মেধা তালিকা , শূন্য আসন সাপেক্ষে ২ য় মেধা তালিকা , বিশেষ কোটার মেধা তালিকা এবং ১ ম ও ২ য় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে । উল্লেখ্য যে , এ ভর্তি কার্যক্রমে ৩ য় রিলিজ স্লিপে আবেদন করার কোন সুযোগ থাকবে না । ঘ ) সংশ্লিষ্ট কলেজ User ID , Password ও OTP ব্যবহার করে বিষয়ভিত্তিক মেধা তালিকা দেখতে পারবে । আবেদনকারীরা ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট ( www.nu.ac.bd/admissions ) এবং SMS ( nu < space > athn < space > roll no . টাইপ করে 16222 নম্বরে send করতে হবে ) এর মাধ্যমে অথবা কলেজ থেকেও মেধা তালিকার ফলাফল জানতে পারবে । 

৪। প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয় ক ) আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ( www.nu.ac.bd/admissions ) Honours Tab- এ গিয়ে Apply Now ( Honours ) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথথ হকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষার রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর , শিক্ষা বোর্ড / বিশ্ববিদ্যালয় , পাসের সন ও একটি নিবন্ধিত মোবাইল নম্বর ( নিজের অথবা অভিভাবকের ) সঠিকভাবে এন্ট্রি দিতে হবে । উল্লেখ্য যে , জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে উক্ত শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক তথ্য প্রদানের ক্ষেত্রে এই মোবাইল নম্বরটি ব্যবহার করা হবে । খ ) ডাটাবেজে সংরক্ষিত তথ্য অনুযায়ী আবেদনকারীর তথ্য ছকে Male এর হলে Female অথবা Female এর হলে Male প্রদর্শিত হলে Click to Change অপশনে গিয়ে সঠিক Gender এন্ট্রি দিতে হবে । উল্লেখ্য যে , ইচ্ছাকৃত অথবা Gender ত্রুটির কারণে কোন পুরুষ আবেদনকারী মহিলা কলেজে আবেদন করলে ঐ আবেদনকারীর আবেদন ফরম / ভর্তি বাতিল বলে গণ্য হবে । গ ) এ পর্যায়ে আবেদনকারী তার ভর্তি যোগ্য ( Eligible ) বিষয়ের তালিকা দেখতে পাবে । আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক যে কোন কলেজের নাম Select করলে ঐ কলেজে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণির ভর্তি যোগ্য বিষয়সমূহের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে । এই তালিকা থেকে আবেদনকারীকে সতর্কতার সঙ্গে তার প্রার্থিত বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করতে হবে । পরবর্তীতে আবেদনকারীর এই পছন্দক্রম অনুসারে মেধার ভিত্তিতে বিষয় বরাদ্দ দেয়া হবে । ঘ ) মুক্তিযোদ্ধার সন্তান / আদিবাসি / প্রতিবন্ধী / পোষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা Select করতে হবে । উল্লেখ্য যে , পোষ্য কোটায় শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান / সন্তানাদি আবেদন করতে পারবে । কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে । একজন আবেদনকারী এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে । উল্লেখ্য যে , কোটার জন্য সংরক্ষিত আসন বিষয়ভিত্তিক বরাদ্দকৃত আসনের অতিরিক্ত হিসাবে বিবেচিত FOR হবে । ৩ ) ফরম পূরণের সময় আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে । ছবির মাপ হবে 120x150 pixels , Image Type : jpg এবং maximum file size : 50Kb . আবেদনকারীর ছবি ব্যতীত অন্য কোন ছবি প্রাথমিক আবেদন ফরমে আপলোড করা হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে । চ ) সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে । এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে [ A4 ( 8.5 ” × 11 ) অফসেট সাদা কাগজে প্রিন্ট / pdf কপি সংগ্রহ করতে হবে । ছ ) পূরণকৃত আবেদন ফরমের ত্রুটি সংশোধন : আবেদনকারীকে তার প্রাথমিক আবেদন ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি সঠিক আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিতে হবে । আবেদন ফরমে তথ্যগত অমিল বা ত্রুটিপূর্ণ ছবি থাকলে তা সংশোধন করতে হবে । আবেদন ফরম সংশোধনের জন্য আবেদনকারীকে Applicant Login অপশনে Honours Login লিংকে গিয়ে আবেদন ফরমের রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে । এ পর্যায়ে আবেদনকারী Form Cancel / Photo Change Option লিংকে গিয়ে Click to Generate the Security Key অপশনটি ক্লিক করলে তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password ( OTP ) দেয়া হবে । এই OTP এন্ট্রি দিয়ে আবেদনকারী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ ও সঠিক ছবি আপলোড করতে পারবে । উল্লেখ্য যে , আবেদনকারী শুধুমাত্র একবারই প্রাথমিক আবেদন ফরম বাতিল করার সুযোগ পাবে । কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করা হলে ঐ আবেদনকারী আর ফরম বাতিল করতে পারবে না । জ ) আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমের নির্ধারিত স্থানে তারিখসহ স্বাক্ষর করতে হবে । আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত এই আবেদন ফরম ও প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ / - ( দুইশত পঞ্চাশ ) টাকা সংশ্লিষ্ট কলেজে ( কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ) যথাসময়ে জমা দিতে হবে । সংশ্লিষ্ট কলেজ যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে , সে সকল আবেদনকারীকে SMS এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে । কলেজে আবেদন পত্র জমা দেয়ার পরে আবেদনকারী তার মোবাইল ফোনে SMS না পেলে বুঝতে হবে যে , তার আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি । এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে । কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন ব্যতীত কোন আবেদনকারীর মেধা তালিকা প্রণয়ন করা হবে না । 

৫। দ্বৈত ভর্তি বাতিল সম্পর্কিত জ্ঞাতব্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণির ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থীর পূর্ববর্তী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক ( সম্মান ) / স্নাতক ( সম্মান ) প্রফেশনাল / স্নাতক ( পাস ) নিয়মিত / প্রাইভেট কোর্সে ভর্তির পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে তাকে অবশ্যই পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে । অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে । উল্লেখ্য যে , ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক ( সম্মান ) ভর্তি কার্যক্রম চলমান থাকা অবস্থায় কোন শিক্ষার্থী ভর্তি বাতিল করলে তা পুন : বহাল করার কোন সুযোগ দেয়া হবে না । 

৬। রিলিজ স্লিপে আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয় যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পাবে না , মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না , সে সকল আবেদনকারী বিষয়ভিত্তিক শূন্য আসন সাপেক্ষে পাঁচটি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে । কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হবে না , সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। 


৭। কলেজ কর্তৃপক্ষের করণীয় ক ) সংশ্লিষ্ট কলেজকে ভর্তি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে College ( undergraduate ) Login অপশনে গিয়ে তাদের জন্য বরাদ্দকৃত User ID ও Password এন্ট্রি নিতে হবে । প্রাথমিক আবেদন ফরম / চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময় 

অপশনে গিয়ে ক্লিক করলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে SMS ও কলেজ ই - মেইল এর মাধ্যমে One Time Password ( OTP ) দেয়া হবে । এই OTP ব্যবহার করে সংশ্লিষ্ট কলেজ আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফরম / চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে পারবে । খ ) কলেজ তাদের নিজস্ব তত্ত্বাবধানে নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফি / চুড়ান্ত ভর্তি ফি গ্রহণ করবেন । এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজ তাদের নিজস্ব ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করবেন । গ ) কলেজ কর্তৃপক্ষকে আবেদন ফরমে প্রদর্শিত আবেদনকারীর সকল তথ্য ও ছবি সঠিক আছে কিনা তা যাচাই করে আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করতে হবে অন্যথায় ত্রুটিপূর্ণ ছবি ও ভুল তথ্যের কারণে সংশ্লিষ্ট আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে । বিশেষ কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র সঠিক আছে কিনা তা যাচাই করতে হবে । প্রাথমিক / চূড়ান্ত ভর্তি ফরমে আবেদনকারীর ছবি ব্যতীত অন্য কোন ছবি প্রদর্শিত হলে , সংশ্লিষ্ট কলেজকে আবেদন ফরমটি নিশ্চয়ন না করে বিষয়টি তিন দপ্তর ( স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল ) বরাবর লিখিতভাবে জানাতে হবে । ঘ ) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ ম বর্ষ স্নাতক ( সম্মান ) ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফিসের হার নিম্নরূপ : প্রাথমিক আবেদন ফিঃ i ) আবেদনকারী প্রতি = ২৫০ / - ( দুইশত পঞ্চাশ ) টাকা প্রাথমিক আবেদন ফি [ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ১৫০ / - ( একশত পঞ্চাশ ) টাকা ও কলেজের অংশ ১০০ / - ( একশত ) টাকা রেজিস্ট্রেশন ফিঃ i ) শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি ii ) শিক্ষার্থী প্রতি ক্রীড়া ও সংস্কৃতি ফি ( iii ) শিক্ষার্থী প্রতি বিএনসিসি ফি = ৪৫০ / - ( চারশত পঞ্চাশ ) টাকা = ২০ / - ( বিশ ) টাকা = ৫ / - ( পাঁচ ) টাকা iv ) শিক্ষার্থী প্রতি রোভার স্কাউট ফি = ১০ / - ( দশ ) টাকা মোট = ৪৮৫ ( চারশত পঁচাশি ) টাকা = ৭০০ / - ( সাতশত ) টাকা ৭০০ / - ( সাতশত ) টাকা ( v ) শিক্ষার্থী প্রতি ভর্তি বাতিল ফি vi ) শিক্ষার্থী প্রতি ভর্তি পুনঃবহাল ফি ঙ ) কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর কাছ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ / - ( দুইশত পঞ্চাশ ) টাকা জমা রেখে প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবেন । উল্লেখ্য যে , কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করা না হলে ঐ আবেদনকারীকে মেধা তালিকায় অর্ন্তভুক্ত করা হবে না । চ ) কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফি'র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ [ আবেদনকারী প্রতি ১৫০ / - ( একশত পঞ্চাশ ) টাকা হারে ] যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে । এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে Login এর মাধ্যমে Application Payment Info ( Honours ) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে । Pay Slip এ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক ( সম্মান ) ভর্তি ফাল্ড ' খাতের সঞ্চয়ী হিসাব নম্বর 0218100003245 উল্লেখপূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাংক শাখায় ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে । ছ ) কলেজ কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি'র জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ [ শিক্ষার্থী প্রতি ৪৮৫ / - ( চারশত পঁচাশি ) টাকা হারে ] যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে । এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে Login এর মাধ্যমে Admission Payment Info ( Honours ) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে । Pay Slip এ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক ( সম্মান ) “ রেজিস্ট্রেশন ফি " খাতের সঞ্চয়ী হিসাব নম্বর 0218100000134 উল্লেখপূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে । » এই ভর্তি কার্যক্রমের যে কোন নিয়মাবলী / ধারা / উপধারা সংশোধন , সংযোজন , বিয়োজন , পরিবর্তন বা বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে । Re 39/02/2022 ( প্রফেসর ড . মোঃ নাসির উদ্দিন ) ডিন ( ভারপ্রাপ্ত ) , স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক ভুল € ও সদস্য সচিব , স্নাতক ( সম্মান ) ভর্তি পরিচালনা কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয় , গাজীপুর -১৭০৪ ফোন : ০২-৯৯৬৬৯১৫৮৪ ফ্যাক্স -৯২৯১০৭২ , ই - মেইল deanug@nubd.info তারিখ : ১৭/০৫/২০২২ ১০ ( ২২৬ ) জাতী : বি : / রেজি : / অ্যাকা : / ২০২২ / ২৫৫৪ স্মারক নং : অনুলিপি : ১। সকল বিভাগীয় প্রধান , জাতীয় বিশ্ববিদ্যালয় ২। সচিব , ভাইস - চ্যান্সেলর এর দপ্তর , জাতীয় বিশ্ববিদ্যালয় ৩। সচিব , ভর্তি ও রেজিস্ট্রেশন সেল , জাতীয় বিশ্ববিদ্যালয় ৪। সিনিয়র সিস্টেম এনালিস্ট , ভর্তি ও রেজিস্ট্রেশন সেল , জাতীয় বিশ্ববিদ্যালয় ৫ । সহকারী রেজিস্ট্রার , প্রো - ভাইস চ্যান্সেলর দপ্তর , জাতীয় বিশ্ববিদ্যালয় ৬। অফিস কপি । ১৭/০৫/২০২২ ( মো : কামরুল ইসলাম ) উপ - রেজিস্ট্রার ( সম্মান ) স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক চুল © কপি - রাইট । জাতীয় বিশ্ববিদ্যালয় , বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় , গাজীপুর -১৭০৪

Apply now

Post a Comment

أحدث أقدم

Ads