ads

 

একমাস এগিয়ে আনা হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছ এর ভর্তি পরীক্ষার সময়।নতুন শিক্ষাবর্ষের দেশের বাইশটি(২২) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একমাস এগিয়ে আনা হয়। দ্রুত সেশনজট কমিয়ে আনার জন্য শিক্ষাবর্ষ শুরুর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি 1500 টাকা নির্ধারণ করা হয়েছে। এবং 100 নম্বরের মধ্যে ন্যূনতম 30 নম্বর পেয়ে পরীক্ষায় কৃতকার্য হতে হবে। গুচ্ছ পরীক্ষার বিষয় উপাচার্যদের কমিটির এক সভায় সোমবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাশেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আনোয়ার হোসেন জানান আগামী এর 3 জুলাই ক ইউনিট 13 আগস্ট খ ইউনিট এবং পরবর্তী শনিবার 20 আগস্ট ঘ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে (সম্ভাব্য)। 100 নম্বরের মধ্যে 30 পেয়ে পাশ করতে হবে এবং প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে।

পরীক্ষায় আবেদনের নূন্যতম যোগ্যতা বিষয়ে তিনি আরো বলেন বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক এ মোট জিপিএ 7 (৪থ বিষয় বাদে) ব্যবসায় শিক্ষায় এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মোট জিপিএ 6.5 এবং মানবিক এসএসসি ও এইচএসসি জিপিএ 6 (৪থ ছাড়া) নির্ধারণ করা হয়েছে)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য সাদেকুল আরেফিন জানিয়েছে গতবারের তুলনায় এবার ভর্তির জন্য 300 টাকা বেশি করে পনেরশো টাকা নির্ধারণ করেছেন তিনি বলেন সবকিছুর দাম বাড়ার জন্য ভর্তি ফি ও বেড়েছে এবার ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি কার্যক্রম সহ সবকিছু কেন্দ্রীয় ভাবে পরিচালিত হবে । পরীক্ষায় শুধু একবার ওই টাকা দিতে হবে।


এবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( ঢাকা ) , ইসলামী বিশ্ববিদ্যালয় ( কুষ্টিয়া ) , শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( সিলেট ) , খুলনা বিশ্ববিদ্যালয় ( খুলনা ) , হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( দিনাজপুর ) , মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( টাঙ্গাইল ) , নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোয়াখালী ) , কুমিল্লা বিশ্ববিদ্যালয় ( কুমিল্লা ) , জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ( ময়মনসিংহ ) , যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( যশোর ) , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ( রংপুর ) , পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( পাবনা ) , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( গোপালগঞ্জ ) , বরিশাল বিশ্ববিদ্যালয় ( বরিশাল ) , রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( রাঙ্গামাটি ) , রবীন্দ্র বিশ্ববিদ্যালয় , বাংলাদেশ ( সিরাজগঞ্জ ) , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ( গাজীপুর ) , শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ( নেত্রকোনা ) , বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( জামালপুর ) , পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( পটুয়াখালী ) , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( কিশোরগঞ্জ ) এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । উল্লেখ্য , শেষ দুইটি বিশ্ববিদ্যালয় এ বছর নতুন করে গুচ্ছের সঙ্গে যুক্ত হয়েছে ।

Post a Comment

أحدث أقدم

Ads