ads


আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলার গর্ব আমাদের প্রিয় ফেরদৌস উল আলম ভাই।
তিঁনি বিভিন্ন উদ্যোক্তা সংগঠনের সাথে জড়িত আছেন এবং কাজ করে যাচ্ছেন পূরো উদ্দ্যমে। তাছাড়া তিঁনি চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। বর্তমানে অন্যান্য উদ্দ্যোগের সাথে তাঁর প্রধান কাজ হচ্ছে খাঁটি মধু সংগ্রহ করা।
তাঁর ভাষায়, মৌমাছি চাষ এবং খাঁটি মধু সংগ্রহ করা যেন তাঁর নেশায় পরিণত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, দিনাজপুর, শরিয়তপুর, মাদারীপুর এবং সুন্দরবন সহ দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান মৌ–খামার নিয়ে মধু সংগ্রহের উদ্দেশ্যে।
তিঁনি আরও বলেন, অফলাইন এবং অনলাইন মাধ্যমে বিভিন্ন প্রকার মধুর আকর্ষণীয় বৈশিষ্ট্য সম্পর্কে
মানুষকে অবগত করাই তাঁর মুল লক্ষ্য। এজন্য প্রায়শই নিজ ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে কিভাবে তিঁনি মধু সংগ্রহ করেন এবং খামারে কি কি কাজ করে থাকেন  এগুলো সবার সামনে তুলে ধরার চেষ্টা করেন। এবং  বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে থাকেন । তিনি সরাসরি ও অনলাইনে সারা দেশে মধু বিক্রি করে থাকেন । ইতোমধ্যে তিঁনি সফল উদ্যোক্তা হিসেবে উদ্দ্যোক্তা ফাউন্ডেশন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বীকৃতি পেয়েছেন। 

অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকারের পর নিজেকে একজন সফল মৌ -খামারী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তিঁনি একজন সফল স্বেচ্ছাসেবকও বটে।

জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন মানুষের জন্য কাজ করে।

দীর্ঘ দশ বছর ধরে একটা অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।

আল্লাহ যেন উনাকে ইহকালে এবং পরকালে সফলতা দান করেন আমিন।

খাঁটি #মধু দিতে তিনি বদ্ধ পরিকর।
উনার যোগাযোগ মাধ্যম ০১৭২৫১০৬৮৫৭

Post a Comment

أحدث أقدم

Ads