NU Honours 1st Year Result 2022 | Honours 1st Result 2022. National University Honours 1st Result 2022 has been announced . Today this result is publishing . NU Honours 1st Year Exam Result 2022 is published by National University authority . You can easily found NU Honours 1st Result 2022 in National University official website at nu.ac.bd/results as well as in our website at bangladeshnews007. blogspot.com
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর গাজীপুর । স্মারক নং- জাতীঃ বিঃ / পনিঃ / অনার্স ১ ম বর্ষ / ২০১৯ / ৫২৩৬ তারিখ ঃ ০৬/০১/২০২০ বিজ্ঞপ্তি ২০১৯ সালের অনার্স ১ ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2020 সালের অনার্স ১ ম বর্ষ পরীক্ষার ফলাফল এতদ্বারা প্রকাশ করা হলো । প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে । ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি / অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ৩০ ( ত্রিশ ) দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে লিখিত ভাবে আবেদন করতে হবে । নির্দিষ্ট সময়ের পরে কোন আপত্তি / অভিযোগ গ্রহণ করা হবে না । ( বদরুজ্জামান ) পরীক্ষা নিয়ন্ত্রক ( ভারপ্রাপ্ত ) জাতীয় বিশ্ববিদ্যালয় , গাজীপুর । ফোন : ০২-৯২৯১০১৭ , ফ্যাক্স ০২-৯২৯১০৪৪ ই - মেইল : Controller@nu.edu.bd
অনলাইনে যেভাবে রেজাল্ট পাবেন:
আপনার পছন্দের ওয়েব ব্রাউজার এ গিয়ে সার্চ করেন:
১ । https://www.nu.ac.bd/results বা http://www.nubd.info/results
2। এরপর Honours অপশনে গিয়ে First Year সিলেট করেন
৩। Exam . Roll, Registraion, Exam . Year, Enter the code above here এখানে অপরের কোড টি বসান ,
৪। Search Result এ ক্লিক দেন চলে আসবে রেজাল্ট
৫। বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে https://www.nu.ac.bd ও https://www.nubd.info হতে জানা যাবে
এসএমএস এর মাধ্যমে যেভাবে রেজাল্ট পাবেন:
অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল পেতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NU এরপর একটি স্পেস দিয়ে লিখুন H1 এরপর আপনার অনার্স ১ ম বর্ষ পরীক্ষা রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন । এখানে NU মানে National University এবং H1 মানে Honours 1st year . উদাহরণঃ NU < space > H1 < space > 144333 এরপর মেসেজটি পাঠিয়ে দেন 16222 এই নম্বরে।
NU ফলাফল প্রকাশ নির্দেশনা
১. সাধারণত একই বর্ষের সকল বিভাগের ' ব্যবহারিক পরিক্ষা ' শেষ হবার তিন মাস ( ৯০ দিন ) পর জাতীয় বিশ্ববিদ্যালয় ফল প্রকাশ করে থাকেন ।
২. জাতীয় বিশ্ববিদ্যালয় নিজ তত্ত্বাবধায়ণে ফল প্রকাশ করে থাকেন । NU ওয়েব ( Nu.ac.bd ) সাইডে প্রকাশিত নোটিশ ই মূল বিষয় ৷
৩. অনার্স সকল বর্ষের ফলাফল বিকাল 7 টার পর প্রকাশিত হবে । - সকাল ১০ টা - বিকাল ৩ টার পূর্বে ফলাফল প্রকাশ ’ তথ্যটি সঠিক নয় ।
৪. সাধারণ ফলাফল প্রকাশের ১ থেকে ৪ ঘন্টা পূর্বে NU ওয়েব সাইডে ফলাফল প্রকাশ সম্পর্কিত নোটিশ প্রকাশ করে থাকেন । ১ সপ্তাহ পর ফলাফল প্রকাশ হবে এমন বলা ভুয়া নিউজ হবে ।
৫. ক্ষেত্র বিশেষে NU তিন মাসের কিছু দিন ( ৮০-৮৫ ) পূর্বেই ফলাফল প্রকাশ করে থাকেন ( ব্যতিক্রম নিয়ম : সচারাচর এমন ঘটে না ) অনেক সময় ৩ মাসের অধিক সময়েও NU ফল প্রকাশ করেন না ।
একটি মন্তব্য পোস্ট করুন