ads

ডাটা প্যাকেজের আর মেয়াদ থাকছে না এমনটি জানিয়েছেন টেলিটক অপারেটর
ডাটা প্যাকেজের আর মেয়াদ যাচ্ছে না এমনটি জানিয়েছেন টেলিটক অপারেটর ।

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের ইন্টারনেট ডাটার মেয়াদের সীমাবদ্ধতা থাকছে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামী ১৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে ‘টেলিটক’ এ ব্যবস্থা কার্যকর করবে। যত দিন ডাটার ব্যালেন্স থাকবে, ততদিন গ্রাহক তার ক্রয়কৃত ডাটা ব্যবহার করতে পারবেন- এ কথা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ।গ্রাহকের কথা চিন্তা করে 15 ই মার্চ রাজধানীর রমনায় বিটিআরসির এক মিলন অনুষ্ঠানে এটি উল্লেখ করেছেন ।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন , ' বিশ্বে এই প্রথম মোবাইল ডেটার কোনো মেয়াদ রাখার সীমাবদ্ধতা থেকে বাংলাদেশ বেরিয়ে এল । ' টেলিটকের পর অন্য অপারেটরগুলো পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু করবে বলে আশা করছেন মন্ত্রী । ডেটার মেয়াদ তুলে দেওয়ার বিষয়ে মোস্তাফা জব্বার বলেন , ‘ আমার ডাটা আমি ব্যবহার করবো , যতদিন ব্যালেন্স থাকবে ততদিন করবো— গ্রাহকদের এটাই দাবি । আমরা সেই দাবিই বাস্তবায়ন করছি । ' বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো . খলিলুর রহমান বিশেষ অতিথির বক্তৃতা করেন । অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র , টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো . সাহাব উদ্দিন , এমটবের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ( অব . ) এসএম ফরহাদ এবং গ্রামীণফোন , রবি ও বাংলা লিংকের প্রতিনিধিগণ মোবাইলফোনের ডেটা প্যাকেজ ব্যবস্থাপনা সহজীকরণে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ।

Post a Comment

أحدث أقدم

Ads