হোমflotur আতলেতিকো এর কাছে হেরে বিদায় নিল রোনালদোদের দল bangladeshnews007 মার্চ ১৫, ২০২২ 0 মন্তব্যসমূহ Facebook Twitter ডিয়েগো সিমিওনে তখন পিপাসা মেটাচ্ছেন। ড্রিংকিং বোতলে চুমক দেওয়ার ফাঁকে দৃশ্যটা এমনভাবে দেখলেন, যেন কিছুই ঘটেনি। অথচ, রালফ রাংনিক তখন সমানে মাথা নাড়ছেন। তাঁর সাজানো রক্ষণের ফোঁকর গলে আবারও গোল!চ্যাম্পিয়নস লিগ নকআউট ম্যাচে এক মিনিটের জন্য মনোযোগ সরে গেলেও কী হতে পারে, ওল্ড ট্র্যাফোর্ডের স্বাগতিক সমর্থকেরা ততক্ষণে বুঝেছেন। কোলাহলে ভাটার টান। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে গোল হজম কার ভালো লাগে!৪১ মিনিটে ডান প্রান্ত দিয়ে ইউনাইটেড উইঙ্গার অ্যান্থনি এলাঙ্গা গতির সঙ্গে পারেননি আতলেতিকো মাদ্রিদের দুই খেলোয়াড়। কিন্তু বিপদসীমার মধ্যে ঢোকার আগেই তাকে বৈধভাবে ফেলে দেন মাদ্রিদের রেইনালদো মানদোভা। নিশ্চিত ফাউল ভেবে হ্যারি ম্যাগুয়ার, জেডন সানচোরা দাঁড়িয়ে পড়লেও রেফারি বাঁশি বাজাননি। সুযোগটা দুই হাতে লুফে নেন জোয়াও ফেলিক্স-আঁতোয়ান গ্রিজমানরা। ফেলিক্সের ব্যাক হিল থেকে বাঁ প্রান্তে গ্রিজমানের ক্রস, ফাঁকায় সম্পূর্ণ অরক্ষিত দাঁড়িয়ে থাকা ব্রাজিলিয়ান লেফটব্যাক রেনান লোদি শুধু হেডে গোলের আনুষ্ঠানিকতা সেরেছেন। গোলের আসল 'কারণ' তো ফাউলের আবদার!ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ পর্যন্ত এই গোলটাই কাল হয়। ঘরের মাঠে শেষ ষোলো ফিরতি লেগে ১-০ গোলের হারে বিদায় নিতে হলো চ্যাম্পিয়নস লিগ থেকে। কোয়ার্টার ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। মাদ্রিদের ক্লাবটির মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র করে ইউনাইটেড।দুই লেগ মিলিয়ে ২-১ গোলের হারে নিজের রেকর্ড রাঙাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ইকার ক্যাসিয়াসকে টপকে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড এখন ইউনাইটেড তারকার।ম্যাচের শেষ দিকে প্রায় ৩ হাজার আতলেতিকো সমর্থক গান ধরেছিল। ধারাভাষ্যকার বলছিলেন, সুরে সুরে 'জব ইজ ডান ! জব ইজ ডান!' গাইছেন আতলেতিকোর সমর্থকেরা। তাই তো! মাঠ প্রতিপক্ষের, বেশির ভাগ দর্শকও শত্রুভাবাপন্ন, কিন্তু মাথা ঠান্ডা রেখে নিজেদের কাজটা করতে পারাটাই তো নকআউট রাউন্ডের চ্যালেঞ্জ। আতলেতিকো ঠান্ডা মাথায় সুযোগের স্বদব্যহার করেই জিতেছে।আরো খবর দেখুন Tags flotur News Facebook Twitter
একটি মন্তব্য পোস্ট করুন