ads

কিন্তু বিপদসীমার মধ্যে ঢোকার আগেই তাকে বৈধভাবে ফেলে দেন মাদ্রিদের রেইনালদো মানদোভা। নিশ্চিত ফাউল ভেবে হ্যারি ম্যাগুয়ার, জেডন সানচোরা দাঁড়িয়ে পড়লেও রেফারি বাঁশি বাজাননি। সুযোগটা দুই হাতে লুফে নেন জোয়াও ফেলিক্স-আঁতোয়ান গ্রিজমানরা। ফেলিক্সের ব্যাক হিল থেকে বাঁ প্রান্তে গ্রিজমানের ক্রস, ফাঁকায় সম্পূর্ণ অরক্ষিত দাঁড়িয়ে থাকা ব্রাজিলিয়ান লেফটব্যাক রেনান লোদি শুধু হেডে গোলের আনুষ্ঠানিকতা সেরেছেন। গোলের আসল 'কারণ' তো ফাউলের আবদার!ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ পর্যন্ত এই গোলটাই কাল হয়। ঘরের মাঠে শেষ ষোলো ফিরতি লেগে ১-০ গোলের হারে বিদায় নিতে হলো চ্যাম্পিয়নস লিগ থেকে। কোয়ার্টার ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। মাদ্রিদের ক্লাবটির মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র করে ইউনাইটেড।দুই লেগ মিলিয়ে ২-১ গোলের হারে নিজের রেকর্ড রাঙাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ইকার ক্যাসিয়াসকে টপকে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড এখন ইউনাইটেড তারকার।ম্যাচের শেষ দিকে প্রায় ৩ হাজার আতলেতিকো সমর্থক গান ধরেছিল। ধারাভাষ্যকার বলছিলেন, সুরে সুরে 'জব ইজ ডান ! জব ইজ ডান!' গাইছেন আতলেতিকোর সমর্থকেরা। তাই তো! মাঠ প্রতিপক্ষের, বেশির ভাগ দর্শকও শত্রুভাবাপন্ন, কিন্তু মাথা ঠান্ডা রেখে নিজেদের কাজটা করতে পারাটাই তো নকআউট রাউন্ডের চ্যালেঞ্জ। আতলেতিকো ঠান্ডা মাথায় সুযোগের স্বদব্যহার করেই জিতেছে।আরো খবর দেখুন

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads