বিনা মূল্যে নয়, স্বল্পমূল্যে শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট–সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সঙ্গে সরকার যোগাযোগ শুরু করেছে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন। আলোচনা ফলপ্রসূ হলে অচিরেই শিক্ষার্থীরা স্বল্পমূল্যে ইন্টারনেট–সুবিধা ভোগ করতে পারবে।
আজ সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বেগম মসজিদসংলগ্ন একটি ভবনে আরটি–পিসিআর ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি এ কথা বলেন। তিনি চাঁদপুর-৩ আসনের সাংসদ।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে না। তাদের যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, সেদিকে লক্ষ রেখেই সরকার নানাভাবে চিন্তাভাবনা করছে।
শিক্ষার্থীদের অল্প খরচে ইন্টারনেট দিতে চেষ্টা করছে সরকার : শিক্ষামন্ত্রী দীপু মনি
silent minds
0
মন্তব্যসমূহ
Tags
flotur
একটি মন্তব্য পোস্ট করুন