ক
ঘূর্ণিঝড় বুলবুল: শক্তিশালী হয়ে ধেয়ে আসছে বাংলাদেশের দিকে
ঘূর্ণিঝড় বুলবুল ক্রমেই শক্তিশালী হয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কাল সকল পরীক্ষা বন্ধ
আজ (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আবহাওয়াবিদ আব্দুর রহমান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বাংলাদেশের উপকূল থেকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এখনো প্রায় ৭০০ কিলোমিটার দূরে রয়েছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে। এটি হয়তো আগামীকাল শনিবার বা পরশু রবিবার যেকোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। তবে সময়টি এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।”
“আমরা ঘূর্ণিঝড়টির গতি-প্রকৃতি অবজারভেশনে রেখেছি। যেহেতু এটি এখনো উপকূল থেকে অনেক দূরে তাই পরবর্তীতে আমরা আরও সুনির্দিষ্ট করে বলতে পারবো। ঘূর্ণিঝড়টির আঘাতের সময় এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না,” যোগ করেন তিনি।
“আমরা ঘূর্ণিঝড়টির গতি-প্রকৃতি অবজারভেশনে রেখেছি। যেহেতু এটি এখনো উপকূল থেকে অনেক দূরে তাই পরবর্তীতে আমরা আরও সুনির্দিষ্ট করে বলতে পারবো। ঘূর্ণিঝড়টির আঘাতের সময় এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না,” যোগ করেন তিনি।
Today (November 7) at 5:30 pm, meteorologist Abdur Rahman told The Daily Star Online, "The cyclone 'Bulbul' is still about 6 km off the coast of Bangladesh. The cyclone is pushing towards Bangladesh and West Bengal. It may hit the coast of Bangladesh at any time tomorrow, Saturday or Sunday. However, the time is yet to be specified. ”
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় বৃহস্পতিবার বিকেল নাগাদ মোংলা ও পায়রা সমুদ্রবন্দর ও এর আশেপাশের চরাঞ্চলে সতর্কতা সংকেত চার থেকে বাড়িয়ে সাত করা হয়েছে।
ভোলা, বরগুনা, পটুয়াখালি, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনার উপকূলীয় এলাকায় সাত নম্বর সতর্কতা সংকেতের আওতায় রয়েছে।
চট্টগ্রাম সমুদ্র বন্দরে পণ্য খালাস সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ওয়াটার ট্রান্সপোর্ট সেল।
إرسال تعليق